|

বাগমারায় যাতাযাতের রাস্তায় প্রাচীর তুলায় ভেঙ্গে দিলেন ইউএনও

প্রকাশিতঃ ১০:২৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ১৭, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারা উজেলার সদর ভবানীগঞ্জ পৌরসভায় প্রতিহিংসার প্রাচীর তুলে রাস্তা বন্ধ করে দেওয়ায় অবশেষে প্রাচীর ভেঙ্গে দিলেন স্থানীয় প্রসাশন। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ইউএনও জাকিউল ইসলাম শ্রমিক দারায় প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেন। এলাকাবাসি জানান ভবানীগঞ্জ পৌরসভার সরকারি বালিকা বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে দিঘী সংলগ্ন এলাকায় বেশকিছু দিন আগে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন ভবানীগঞ্জ বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক নামের এক ব্যাক্তি। এর কিছুদিন পরে আব্দুর রাজ্জাকের বাড়ির দক্ষিণ পাশে জমি কিনে বাড়ি নির্মানের উদ্যোগ নেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও বাগমারা প্রেসক্লবের সদস্য সাংবাদিক জিল্লুর রহমান দুখু। এরপর দুখুর বাড়িটির মির্নাণ কাজ কিছুদুর এগিয়ে যাওয়ার পর ওই বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তায় প্রাচীর তুলে রাস্তা বন্ধ করে দেয় আব্দুর রাজ্জাক। পরে এ বিষয়ে সংাবাদিক দুখু ইউএনও’র কােেছ একটি লিখিত অভিযোগ দিলে ইউএনও জাকিউল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করে অভিযোগর সত্যতা পেয়ে প্রাচীরটি ভেঙ্গে ফেলার নির্দেশ প্রদান করেন। পরে এই নির্দেশ মোতাবেক উপজেলা পরিষদের ৫/৬ জন শ্রমিক হাতুড়ী দিয়ে সঙ্গে সঙ্গে প্রচীরটি গুড়িয়ে দেয়। এ প্রসঙ্গে ইউএনও জাকিউল ইসলাম বলেন, ওটা ছিল প্রতিহিংসার প্রাচীর। সাংবাদিক সাহেব সেখানে বাড়ির কাজ শুরু করার পর তার যাতাযাত বন্ধ করার জন্যই সেখানে প্রাচীরটি নির্মান করা হয়। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে রাস্তা বন্ধ করা প্রাচীরটি ভেঙ্গে দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 307
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪