|

বাগমারায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিতঃ ৬:৩৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় গরুর খাবার (খড়) বোঝাই ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মটরসাইকেল চালকের নাম ফিরোজ আহম্মেদ (৪৫)। তিনি পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মঙ্গলপাড়া গ্রামের ফজলু রহমানের ছেলে। এসময় খড় ভর্তি স্টিয়ারিং গাড়িটি জব্দ করেছে বাগমারা থানা পুলিশ। নিহত ফিরোজ আহম্মেদের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে খড় ভর্তি স্টিয়ারিং গাড়িটি ভবানীগঞ্জ থেকে তাহেরপুর হাটে যাওয়ার পথে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার শিবজাইট বাজারে পৌঁছলে একই দিক থেকে একটি মটরসাইকেল গাড়িটিকে ওভারটেক করার সময় স্লিপ করে খড়ের গাড়ির সাথে ধাক্কা লাগে। সাথে সাথে মটরসাইকেল চালক ফিরোজ আহম্মেদ মাটিতে লুটিয়ে পড়েন এবং স্টিয়ারিং গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনারস্থলেই তিনি মারা যান। এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে খড় ভর্তি গাড়িটি আটক করে বাগমারা থানার পুলিশকে অবহিত করেন। এ সময় বাগমারা থানার ওসি(তদন্ত) আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং আটক খড় ভর্তি গাড়িটি থানায় নিয়ে আসেন। এদিকে, নিহত ফিরোজ আহম্মেদে মরাদেহ গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তার শিলমাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মঙ্গলপাড়া গ্রামের বাড়িতে দাফন সর্ম্পন করা হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন,নিহতের পরিবার মামলা না করায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আর খড় ভর্তি স্টিয়ারিং গাড়িটি আটক করা হলেও এর চালাক পলাতক রয়েছে বলে তিনি জানান।

দেখা হয়েছে: 407
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪