|

বাগমারা উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দূর্নীতির তদন্ত

প্রকাশিতঃ ১২:৩৭ পূর্বাহ্ন | অক্টোবর ০৮, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারের দায়ের করা ঘুষ দূর্নীতি সহ বিভিন্ন অনিয়মের তদন্ত করেছে জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার জেলার কর্মকর্তার উপজেলা প্রকৌশলীর দপ্তরে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করেন। তদন্ত দলে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, নুহুল ইসলাম, মোজাহার হোসেন প্রাং ও জেলার নির্বাহী প্রকৌশলী সামিউল হক। উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, নাটোরের মৌসুমী ট্রেডার্সের স্বত্তাধীকারী মমতাজ আলী , রাজশাহীর হোসেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও বাগমারার ঠিকাদার ওয়ারেস আলী বাবু ও নজরুল ইসলাম সহ বেশ কিছু স্থানীয় ঠিকাদার বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের বিরুদ্ধে ঠিকাদারের সাথে দূব্যবহার, ঘুষ দাবী ও অসৌজন্য আচরন সহ বিভিন্ন অভিযোগে তুলে গতমাসে স্থানীয় সরকার মন্ত্রনালয়, জেলার তত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সানোয়ার হোসেনের পক্ষে বিপক্ষে একাধিক সংবাদ ও সংবাদের প্রতিবাদ প্রকাশিত হয়। পরে বিষয়েটি স্থানীয় সরকার বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে তারা বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল সোমবার রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের চার কর্মকর্তা সানোয়ার হোসেনর বিরুদ্ধে আনুষ্ঠান্কি তদন্ত করেন। তদন্তের সময় উপজেলা প্রকৌললীর দপ্তরে বাগমারার প্রায় ৩০/৩৫ জন ঠিকাদার উপস্থিত ছিলেন। এসব ঠিকাদারের মধ্যে থেকে তদন্ত কর্মকর্তারা ১০/১২ জন ঠিকাদারের সাক্ষাতকার গ্রহন করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী নুহুল ইসলাম জানান, আমরা স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশ মত তদন্ত করতে এসেছি। তদন্তে যা পেয়েছি তা প্রতিবেদন আকারে মন্ত্রনালয়ে পাঠানো হবে। পরবর্তীতে মন্ত্রনালয়ের নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন নিজেকে নির্দোশ দাবী করে বলেন, কতিপয় স্বাথান্মেষী মহলের অনৈতিক দাবী পূরন না করায় তারাই আমাকে বদলী করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে।

দেখা হয়েছে: 393
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪