|

বাদির অনাপত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যানের স্থায়ী জামিন

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ন | ডিসেম্বর ০৫, ২০১৯

Madaripur-মাদারীপুর

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুর: মাদারীপুর জজ কোর্টে একটি মামলার জামিন নিতে এসে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। মামলার বাদি জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদকের অনাপত্তির ভিত্তিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ দুদুকে স্থায়ী জামিন প্রদান করেন।

বুধবার বেলা ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজির আহম্মেদ এই আদেশ দেন।

আদালত সুত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশন (ডিবিসি নিউজ টেলিভিশন) চ্যানেলে রাজকাহন টক-শো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে’ বলে মন্তব্য করেন।

এ অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৯ সেপ্টেম্বর একটি মামলাটি দায়ের করেন।

এ মামলায় মহামান্য হাইকোর্টের ফৌজদারি বিবিধ ৫৯৯৫৬১/১৯ মোকদ্দমার গত ২৩ অক্টোবর ৬ সপ্তাহের জামিনের আদেশ দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশনা দেয়ায় বুদবার দুপুরে দুদু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে মামলার বাদী এ্যড. বাবুল আক্তার হাওলাদার জামিনে বিরোধীতা না করে জামিন হলে আপত্তি নেই এ বক্তব্য দেওয়ায় আদালত তাকে স্থায়ী ভাবে জামিন দেন।

এ ঘটনায় আদালত পাড়ায় আওয়ামীলীগ সমর্থক আইনজীবীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। শামচুজ্জামান দুদুর পক্ষে আইজিবি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মো. জাফর আলী মিয়া, শরীফ মো. সাইফুল কবীর, জামিনুর হোসেন মিঠু, গোলাম মোস্তফা চিশতি ও মিজানুর রহমান জামিন শুনানিতে অংশ নেন।

এ ব্যপারে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ ফরাজী বলেন, মামলার বাদি জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক ও আওয়ামী আইনজীবী পরিষদ নেতা এ মামলায় দুদুর জামিন হলে তার আপত্তি নেই এ কথা বলতে পারেন না। যদি বলে থাকেন তা হলে কিসের বিনিময়ে তিনি তা বল্লেন এটা জানা জরুরী। তার এ বক্তব্য সঠিক হলে তার বিরুদ্ধে জেল্ াআওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর আদালতের সাবেক পিপি আওয়ামীলীগ নেতা এ্যড. এমরান লতিফ বলেন, আসামীর জামিন হলে আমার আপত্তি নেই এ কথা মামলার বাদি লিখিতভাবে আদালতকে জানানোয় আদালত স্থায়ী জামিন দিয়েছে, নয়তো আগামী ধার্য তারিখ পর্যন্ত আসামীর জামিন হতো না।

দেখা হয়েছে: 562
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪