|

বানবাসিদের মাঝে ঈশ্বরগঞ্জ পরিবার এর ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ১২:৫৩ পূর্বাহ্ন | অগাস্ট ০৯, ২০১৯

বানবাসিদের মাঝে ঈশ্বরগঞ্জ পরিবার এর ঈদ সামগ্রী বিতরণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইচবুক গ্রুপ ঈশ্বরগঞ্জ পরিবার ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর বানবাসি ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। ঈশ্বরগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও জন দুর্ভোগের চিত্র ঈশ্বরগঞ্জেবাসীর কাছে তুলে ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচরের নতুন চর গ্রামে বানভাসি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে।
সাম্প্রতিক বন্যায় ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন চর গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পানির প্রবল স্রোতে নয়টি পরিবারের বসতভিটাসহ গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে যায়।

এই অসহায় মানুষদের সহায়তা দিতে ঈশ্বরগঞ্জ পরিবারের সম্মানিত দাতাগনের সহযোগিতা এবং এডমিন মডারেটরদের অক্লান্ত পরিশ্রমে বানবাসি পরিবারের মুখে হাসি ফুটাতে ঈশ্বরগঞ্জ পরিবার ফেসবুক গ্রুপ এ অয়োজন করেন।

ঈশ্বরগঞ্জ পরিবারের সদস্যরা বানভাসি মানুষের ঘরে ঘরে নৌকা নিয়ে চিড়া, মুড়ি, সেমাই, চিনি, গুড়, বিস্কুট, সাবান, খাবার স্যালাইন, ইমারজেন্সি ঔষধ, সয়াবিন তেল, চিনি, দুধ, হুইল পাউডার ইত্যাদি বিতরণ করেন।

এ সময় এডমিনদের মাঝে পারভেজ ভুইঁয়া, হুমায়ুন কবির, রাজিব আল আলামিন, শ্রাবন, রাজু, এবং মডারেটরদের মাঝে শিমা, মারুফ, ইসহাক, ফরহাদ, তুলি, সায়েম, ফুয়াদ, পাভেল, নাছের, আলম ফয়সাল, রাহাত, জুনায়েদ, তনয় উপস্থিত ছিলেন।

এ সময় এডমিন পারভেজ ভুইঁয়া জানান, ঈশ্বরগঞ্জ পরিবার ফেসবুক গ্রুপের পরিচালনায় রয়েছেন বিভিন্ন পেশাজীবি এবং ছাত্র-ছাত্রী। এই গ্রুপটি গত দুই বছর যাবৎ বিভিন্ন রকম মানবিক কাজের সাথে জড়িত।

দেখা হয়েছে: 813
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪