|

ত্রিশালে এসিল্যান্ডের হস্তক্ষেপে শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ

প্রকাশিতঃ ১২:০৮ পূর্বাহ্ন | এপ্রিল ১০, ২০১৮

বাল্যবিয়ে-বন্ধ-Closing the marriage of 10th grade students in the intervention of Eisland in Trishal

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ত্রিশালে সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের খবর পেয়ে ব্রিগেডকর্মীরা শিক্ষার্থীর বাড়িতে অবস্থান নিয়ে বিষয়টি প্রশাসনকে অবগত করলে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হয় ওই বাল্যবিয়ে।

আজ সোমবার সন্ধ্যার দিকে শহীদ সবুর উচ্চ বিদ্যালয়ের বাল্যবিয়ে প্রতিরোধ ব্রিগেড টিমের সদস্যরা জানতে পারেন ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে হচ্ছে। এ সময় তারা সমন্বয়কারী রফিকুল আলমকে বিষয়টি জানালে তিনি দ্রুত বিষয়টি স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করেন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন থানা পুলিশ নিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে ১০ম শ্রেণির ওই শিক্ষার্থীর বাবা-মা’কে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দেন। পরে শিক্ষার্থীর বাবা নিজের ভুল বুঝতে পেরে মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিবেন না বলে অঙ্গিকার করেন।

ব্রিগেড টিম লিডার আফরোজা আক্তার বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে আমরা ব্রিগেড টিমের সকল সদস্য ওই শিক্ষার্থীর বাড়িতে অবস্থান করে আমাদের সমন্বয়কারী ও প্রশাসনকে খবর দেই এবং বাল্যবিয়েটি বন্ধ হয়।

সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ টিমের সদস্যদের তৎপরতায় যেভাবে বাল্যবিয়ে বন্ধ হচ্ছে তাতে এক সময় এ উপজেলায় বাল্যবিয়ে শূণ্যের কোটায় চলে আসবে।

দেখা হয়েছে: 444
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪