|

বিএনপির দুর্নীতির কারণেই সংসদ থেকে পদত্যাগ করেছিলাম…মেজর মান্নান

প্রকাশিতঃ ৩:৫৮ অপরাহ্ন | ডিসেম্বর ১৯, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিকল্পধারার মহাসচিব ও লক্ষ্মীপুর-৪ আসনের মহাজোটের প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নান বলেছেন, আমি বিএনপি সরকারের সংসদ সদস্য ছিলাম। ২০০৪ সালে আমি বিএনপি থেকে পদত্যাগ করি। পদত্যাগ করার কয়েকটি কারণের মধ্যে দুর্নীতিই ছিল প্রধান। বিএনপি সরকারের দুর্নীতির কারণেই আমি সংসদ থেকে পদত্যাগ করেছিলাম।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আবদুল মান্নান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হলে রামগতি ও কমলনগরের নদী ভাঙন রোধে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে।

এ এলাকার অস্বচ্ছল পরিবারগুলোর তালিকা করে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। কৃষিজীবীদের জন্য সার ও বীজের সহজ প্রাপ্তিকরণ, মৎস্যজীবীদের জন্য মৎস্য সংরক্ষন ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু ও রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

দেখা হয়েছে: 533
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪