|

বিবেক নাটকের শুটিং শেষ করল কাব্য বিলাস

প্রকাশিতঃ ১০:৩০ অপরাহ্ন | জুলাই ৩১, ২০১৮

বিবেক নাটকের শুটিং শেষ করল কাব্য বিলাস

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ টেলিভিশনে শেষ হল বিবেক নাটকের শুটিং। দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর শিল্পীদের অভিনয়ে উঠে এসেছে গ্রাম বাংলার বাউলদের জীবনের প্রতিচ্ছবি ও গ্রামের কুসংস্কারের বিভিন্ন দিক।

সফু ঢুলি গানের দল তৈরি, কাসুর দারিদ্রতা দূর করা, ঠান্ডু ওঝার ঝাড়ফুঁক সহ নানা সচেতন মূলক বিষয় উঠে এসেছে এ নাটকে। দলের পক্ষ থেকে মুসা আহম্মেদ জানান, বরাবরের মত ভিন্নধারার নাটক নিয়ে এবার দর্শকের সামনে হাজির হচ্ছে কাব্য বিলাস।

বিবেক নাটকের মধ্য দিয়ে মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করা হয়েছে। কোলকাতা আর্ন্তজাতিক নাট্য উৎসব থেকে এসে দলের সবাই বিগত দু’মাস এ নাটক নিয়ে মহড়াতে ব্যস্ত সময় পার করেছে। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর বিগত নাটকের মত এবারও বিবেক নাটকটি সবার ভাল লাগবে এমনটাই আমার প্রত্যাশা।

বিবেক নাটকের শুটিং শেষ করল কাব্য বিলাস

রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, মামুন, রিফাত, রাসেল, নোঈম, চাঁদনী, সজীব, অনন্যা, প্রিয়াঙ্কা, লিওনা, সুমন, মেহেদী ও আরো অনেকে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

দেখা হয়েছে: 1042
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪