|

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিতঃ ৪:৪৮ অপরাহ্ন | মে ১৪, ২০১৮

বেনাপোল বন্দর

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের কারণে সোমবার দিনভর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত ও বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে।

বেনাপোল স্থলবন্দর আমদানি-রফতানি সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক বলেন, ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে কোনো পণ্য বেনাপোল বন্দরে ঢুকছেনা। বেনাপোল বন্দর থেকেও কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি।

মঙ্গলবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে বলে জানিয়েছেন ওপারের ব্যবসায়ী নেতারা।বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কামরুজ্জামান জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।

তবে পেট্রাপোল বন্দর বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে বাণিজ্যিক কার্যক্রম সচল রয়েছে।মঙ্গলবার দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতে নির্বাচনের কারণে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এ পথে দু-দেশের মধ্যে পাসপোট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

দেখা হয়েছে: 601
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪