|

বেনাপোল সীমান্তে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ

প্রকাশিতঃ ১০:৩৭ অপরাহ্ন | অগাস্ট ১৭, ২০১৮

বেনাপোল সীমান্তে ৭১৫ বোতল ফেনসিডিল জব্দ

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বেনাপোল সীমান্ত থেকে ৭১৫বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সীমান্তের শিকড়ি মাঠ থেকে এ ফেনসিডিল জব্দ করা হয়।

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানী সদরের নায়েক আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়। এ সময় বস্তা গুলি তল্লাশি করে ৭১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৬ হাজার টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 557
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪