|

বেশী দামে লবন বিক্রির অপরাধে চার দোকানে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ন | নভেম্বর ১৯, ২০১৯

হিলি প্রতিনিধি: লবণরে দাম বাড়ছে এমন গুজবে হিলি বাজারে লবণ কেনার হিড়িক পড়েছে। ১ ঘন্টার মধ্যে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা দামে লবন বিক্রি হওয়ায় দাম নিয়ন্ত্রণে রাখার জন্য হাকিমপুর উপজলো নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম বাজার মনিটরিং এর জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ দোকানদারের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

আজ মঙ্গলবার সকাল থেকে হিলি বাজারে গুনজন ওঠে, লবনের দাম বেড়ে গেছে। যেখানে পেঁয়াজের দাম বেড়েছে, তখন এমনই গুজবে সাধারন ক্রেতারা ৫ থেকে ১০ কেজি লবন কিনতে শুরু করে। বেলা গড়ার সাথে সাথে সারা বাজার থেকে শত শত টন লবন বিভিন্ন দোকান থেকে বিক্রি হয়ে যায়।

এদিকে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেনীর ম্যাজিট্রেট মো. আব্দুর রাফিউল আলম বাজারের বিভিন্ন দোকানে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান। ভোক্তাদেরকে খোলা লবন ১৬ টাকা কেজি দরে এবং বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত লবনের নির্ধরিত মুল্যে বিক্রির নির্দেশ প্রদান করেন।

ওদিকে লবন বেশী দামে বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইনে তিন দোকানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দেখা হয়েছে: 570
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪