|

পঞ্চগড় বোদায় মাদকসেবীদের দাপটে শিক্ষক দম্পতি অবরুদ্ধ

প্রকাশিতঃ ৩:৫৭ অপরাহ্ন | অক্টোবর ২২, ২০১৮

পঞ্চগড়-Panchagarh-আপরাধ বার্তা

মোঃ তোফাজ্জল হোসেন, বোদা পঞ্চগড়ঃ

বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাতখামার মহল্লার মাস্টারপাড়ায় মাদকসেবীদের দাপটে শিক্ষক দম্পতি অবরুদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রবিবার রাত ১০টার সময় ঘটনাটি ঘটে।

সাতখামার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান ও কুড়ুলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শেলিনা আক্তার দম্পতি শিশু সন্তানসহ মাদকসেবী মজনু ডাক্তার গংদের আক্রমনের শিকার হয়ে নিজ বাড়ীতে ওই দম্পতি অবরুদ্ধ হয়ে আছেন বলে তিনি এই প্রতিবেদককে মুঠোফোনে জানান। মাদক সেবী মজনু পেশায় একজন হাতুড়ে দাঁতের ডাক্তার বলে পরিচয় দিয়ে থাকে বলে তিনি জানান।

তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একাধীক মামলা আছে বলে জানা যায়। প্রশাসন তাকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে জেল হাজতে প্রেরন করেছিল বলেও জানায় মাস্টারপাড়ার শিক্ষকবৃন্দ।

মাদকসেবী মজনু ডাক্তার গং ওই দম্পতির বাড়ীর ভেতর মাদক রেখে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দিলে তারা ভীত হয়ে বোদা উপজেলা আওয়ামীলীগের নেতার কাছে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক ওই ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান সিরাজকে ঘটনাস্থলে যেতে অনুরোধ করেন।

কাউন্সিলর উপস্থিত হলে শাহাদৎ আলম মাস্টারসহ স্থানীয়রা একত্রিত হয়ে তাদের উদ্ধারের চেষ্টা করলে পরিস্থিতি শান্ত হয়। মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়াতে শিক্ষক দম্পতি অবরুদ্ধ হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার লোক জনের দাবি মাদকসেবী কথিত ডাক্তার মজনুর এধরনের ধৃষ্টতার সঠিক বিচার হওয়া উচিৎ।

দেখা হয়েছে: 523
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪