|

ভারতের কারাগারে আটক থাকার পর দেশে ফিরেছে চার শিশু-কিশোর

প্রকাশিতঃ ৩:৪৫ অপরাহ্ন | অগাস্ট ০৭, ২০১৮

ভারতের কারাগারে আটক থাকার পর দেশে ফিরেছে চার শিশু-কিশোর

আলম হোসেন অলি, হিলি প্রতিনিধি:
ভারতের দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শিশু শোধনাগারে বাংলাদেশী চার শিশু-কিশোর আটক থাকার পর আজ মঙ্গলবার তারা হিলি সীমান্ত চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। এদিকে ভারতের শিশুহোম কতৃপক্ষ জানান, তাদের ওই শিশু শোধনাগারে আরো বাংলাদেশী শিশু-কিশোর এখনো আটক রয়েছে।

সীমান্তের বিজিবি, বিএসএফ ও দু’দেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৪ শিশু-কিশোরদেক বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন হিলি ইমিগ্রেশন পুলিশ।

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় পুলিশ বাংলাদেশী এই চার শিশু-কিশোরকে আটক করে আদালতে প্রেরন করে। আদালত তাদের বয়স কম হওয়ার কারনে রাখার নির্দেশ দেন। পরে দুদেশের উচ্চ পর্যায়ের চিঠি আদান প্রদানের পর আজ তাদের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরত আসা শিশু-কিশোররা হলো, নওগাঁর পতনীতলার বাদল মারিল ছেলে চনচলমালি, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল হাকিমের ছেলে হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলহাসেমের ছেলে আরিফ হোসেন, ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মোজাম্মেল হকের ছেলে উজ্জল হোসেন।

দেখা হয়েছে: 525
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪