|

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস রাজশাহীতে উদযাপন

প্রকাশিতঃ ৯:০৮ অপরাহ্ন | জানুয়ারী ২৬, ২০২০

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় মহানগরীর উপশহরে অবস্থিত সহকারী হাই কমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। এ সময় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে ভারত সরকারের পক্ষে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান, রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। এ সময় সেখানে সহকারী হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাজশাহীস্থ সহকারী হাই কমিশনের পক্ষে রাতে রয়েছে নৈশভোজ।

প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মহানগরের বিশিষ্ট শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে, রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

দেখা হয়েছে: 263
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪