|

ভারতে পাচার হওয়া আরো ৫ বাংলাদেশিকে হস্তান্তর

প্রকাশিতঃ ১০:২৯ অপরাহ্ন | এপ্রিল ০৬, ২০১৯

ভারতে পাচার হওয়া আরো ৫ বাংলাদেশিকে হস্তান্তর

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া আরো পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পু্লিশ। রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করেছে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য।

শুক্রবার রাত ৮টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিরা হলেন-খুলনার মিজানুর রহমানের মেয়ে মিতানূর বেগম, হবিগঞ্জের আবু শহিদের মেয়ে আলিমা বিবি, আজগার আলীর মেয়ে হোসনে আক্তার, সিকন মিয়ার ছেলে ছাব্বির মিয়া ও মমিন খানের ছেলে আযম খান।

জানা গেছে, সংসারে অভাব-অনটনের কারণে তিন বছর আগে এসব বাংলাদেশি নারী, পুরুষেরা ভাল কাজের আশায় দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।

পরে এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরবর্তীতে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবাসন আইনে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে পোর্টথানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

দেখা হয়েছে: 399
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪