|

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৪১ নারী-পুরুষ আটক

প্রকাশিতঃ ৭:৪৭ অপরাহ্ন | নভেম্বর ১৬, ২০১৮

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শিশুসহ ৪১ জন নারী -পুরুষকে আটক করেছে । এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

শুক্রবার (১৬ নভেম্বর ) সকাল ৮ টার সময় শিকড়ী ও দৌলতপুর গ্রামের মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটকদের বাড়ী চট্রগ্রাম, খুলনা, বরিশাল, ফরিদপুর, বাগেরহাট ও নড়াইলের বিভিন্ন এলাকায়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শিকড়ী গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে । এ ধরনের সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন সংগীয় ফোর্স নিয়ে শিকড়ী গ্রামের মাঠের মধ্যে গোপন অবস্থানে থেকে অভিযান চালিয়ে ২৩ জন পুরুষ, ৯ নারী ও ৯ জন শিশুকে আটক করে।

২১ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ৪১ জন নারী-পুুরুষ ও শিশু আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক রাসেল ইসলামকে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

দেখা হয়েছে: 498
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪