|

ভারত থেকে ৪ যুবককে বেনাপোল বিজিবি কাছে হস্তান্তর

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৩, ২০১৯

ভারত থেকে ৪ যুবককে বেনাপোল বিজিবি কাছে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ অবৈধ ভাবে ভারতে যেয়ে কলকাতা পুলিশের হাতে আটক হয়ে জেল খাটার পর ৪ বাংলাদেশী যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ।

মঙ্গলবার(০৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হরিদাসপুর (বিএসএফ) বেনাপোল চেকপোস্ট বিজিবি হাতে তুলে দেয়।পরে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করেন ।

ফেরত আসা বাংলাদেশি যুবকরা হলো ফরিদপুর জেলার ভাঙ্গা থানার হামিরবি গ্রামের লিয়াকত আলীর ছেলে আসাদুল (২২),বাকিরা সবাই একই গ্রামের নবাব আলীর ছেলে আরিফ খান (২৪),জিন্নাত আলীর ছেলে পয়সা খান (২৯)ও সাত্তার মিয়ার ছেলে জাহিদ (২৩)।

ফেরত আসা জাহিদ জানান, ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের এলাকার মুজিদ নামে এক দালাল প্রতি জনের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়ে অবৈধ ভাবে ভারতে নিয়ে যায়।পরে দালাল তাদের কলকাতা স্টেশনে নিলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে। বিভিন্ন মেয়াদে জেল খেটে ৩ বছর পর আজ দেশে আসলাম ।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তাদেরকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে।তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই শাহীন ফরহাদ বলেন,ভারত থেকে আসা ৪ যুবককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের অবিভাবকরা থানার আছেন তাদের কাছে এদের তুলে দেওয়া হবে।

দেখা হয়েছে: 463
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪