|

ময়মনসিংহে ভুয়া চিকিৎসক আটক

প্রকাশিতঃ ৯:২৬ অপরাহ্ন | জুলাই ২৯, ২০১৮

ময়মনসিংহে ভুয়া চিকিৎসক আটক

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা শহর থেকে এস আলম ওরফে আব্দুল আলিম (৪০) নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎষককে আটক করেছে থানা পুলিশ ।

রবিবার (২৯ জুলাই ) দুপুরে উপজেলা শহরের মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

নান্দাইল থানার ওসি মো কামরুল ইসলাম মিয়া এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার নান্দাইল শহরে মোবাইল কের্ট পরিচালনা করেন। এ সময় একটি প্রাইভেট চেম্বারে ওই চিকিৎসককে চ্যালেঞ্চ করলে ভুয়া বলে প্রমানিত হওয়ায় তাকে পুলিশে সোপর্দ করেন।

ওসি আরও জানান, ওই চিকিৎসক বিভিন্ন জেলা উপজেলায় ভুয়া ডিগ্রি নিয়ে চিকিৎসা সেবার নামে প্রতারনা করে আসছিলেন। নান্দাইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে চেম্বার খুলে শনিবার ও রবিবার রোগী ভিজিট করে আসছিলেন।

ভুয়া চিকিৎসক ডাঃ মো. এস আলম এম.বি.বি.এস (ঢাকা) পি.জি.টি মেডিসিন এন্ড সার্জারী ও সিসিডি বার্ডেম থেকে ডিগ্রি প্রাপ্ত বলে সাইনবোর্ড ঝুলিয়েছুলেন তার চেম্বারে। তবে ওই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দেখা হয়েছে: 646
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪