|

মাইক্রো-অটোরিক্সর মূখোমুখী সংঘর্ষে নিহত-১ আহত-২

প্রকাশিতঃ ২:২৯ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০১৮

এ.এস.লিমন, রাজারহাট(কুড়িগ্রাম):

২৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে মাইক্রেবাস ও অটো রিক্সর মুখোমুখী সংঘর্ষে এক অটোযাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ২জন। তাদেরকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ২৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজারহাট হতে উলিপুর যাওয়ার পথে একটি মাইক্রো নাজিমখান বাজারের নাজিমখান স্কুল এন্ড কলেজ মোড়ে পৌচ্ছিলে রাজারহাটগামী একটি অটোরিক্্রার মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে অটোরিক্সটি উল্টে গিয়ে দুমড়ে- মুছড়ে পড়ে যায়। অটোরিক্সয় থাকা যাত্রী পরেশ চন্দ্র দাস(৬০), নরেশ চন্দ্র (৪৮) ও আবেদ আলী(৫০) গুরুতর আহত হয়। এলাকাবাসীরা তাদের উদ্ধার করে রাজারহাট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার পরেশ চন্দ্র দাস(৬০) কে মৃত ঘোষনা করেন। বাকীদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পরেশ চন্দ্র দাসসহ আহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। মৃত পরেশ চন্দ্র দাস উলিপুর উপজেলার নারিকেল বাড়ী গ্রামের রজনীকান্ত দাসের পুত্র।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোটিসহ অটোরিক্সটি আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘাতক মাইক্রোবাসটি উলিপুর পৌর মেয়র তারিফ আলা চৌধূরীর বলে জানা গেছে।

দেখা হয়েছে: 495
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪