|

মাদক নির্মূলে খেলাধূলার বিকল্প নেই -শিল্পমন্ত্রী

প্রকাশিতঃ ১:৫৩ অপরাহ্ন | মার্চ ১৪, ২০১৮

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই তাই প্রতিদিনই শিক্ষার্থীদের পাশাপাশি যুবসমাজকে নিয়মিত মাঠে গিয়ে যে কোন খেলাধূলা করার আহবান জানান শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

তিনি আরো বলেন, এ দেশের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে বিদেশীদের সহযোগীতায় বিভিন্ন পন্থায় মাদক ঢুকিয়ে যুব সমাজসহ শিক্ষার্থীদের ধ্বংশ করার ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে এ গুলো প্রতিহত করার আহবানও জানান শিল্পমন্ত্রী।

মঙ্গলবার বেলা ৩ টার সময় ঝালকাঠি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে ভাষা সৈনিক আব্দুর রশিদ ফকির স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৮ ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিকনা যুব সমাজ’র সভাপতি আতিকুল ইসলাম হৃদয়’র সঞ্চালনায় টুর্ণামেন্ট কমিটির আহবায়ক আবু মোসাদ্দেক আলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার,টিটিসি’র অধ্যক্ষ সাদেকা সুলতানা, পৌর কাউন্সিলর তরুন কর্মকার ও জেলা যুব লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও স্থানীয় পৌর কাউন্সিলর জিএস জাকির প্রমুখ।

খেলায় ১৮ টি দল ৬ গ্রুপে বিভক্ত হয়ে গত ২৫ জানুয়ারী শুভ উদ্বোধনের মাধ্যমে অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় ইউসুফ আলী যুব সংঘ ৪২ রানে ভাষা সৈনিক একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে আল ইমরান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরুষ্কার তুলে দেন শিল্পমন্ত্রী।

দেখা হয়েছে: 511
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪