|

মাদারীপুরে ঐক্যফ্রন্টের প্রার্থীকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি

প্রকাশিতঃ ৫:২১ অপরাহ্ন | ডিসেম্বর ২২, ২০১৮

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মিল্টান বৈদ্যকে হত্যার হুমকি দিয়ে আসছে একটি মোবাইল নাম্বার থেকে। এবং সরকার দলীয় প্রার্থীর হুমকি-ধামকিতে বের হতে পারছেন না প্রচার-প্রচারণায়। এমন অভিযোগ এনে শনিবার বেলা ১২টার দিকে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন মিল্টান বৈদ্যকে।

মিল্টন বৈদ্য অভিযোগ করেন, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর থেকেই সরকারী দলীয় প্রার্থী ও নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা তাকে ও তার সমর্থকদের হামলা-মামলা দিয়ে হয়রানি করছেস। নির্বাচনী এলাকায় তার কোন পোস্টার, ফেস্টুন ও ব্যানার রাখতে দিচ্ছে না। গত ১৯ ডিসেম্বর তার ব্যবহারিত গাড়িটি একটি ট্রাক দিয়ে হত্যার চেষ্টা করে।

বিষয়টি রাজৈর থানাকে অবহিত করলেও কোন অভিযোগ গ্রহণ করেনি। একটি মোবাইল নাম্বার থেকে তাকে ট্রাক চাপাসহ বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। বিষয়টি মৌখিক ভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন। এছাড়া তিনি বাসা থেকে বের হলে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা নানা রকম ভয়-ভীতি দেখাচ্ছেন। এতে নির্বাচনে তিনি কোন প্রচার-প্রচারণা করতে পারছেন না।’

সংবাদ সম্মেলনে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি এসময় মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার ও রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ করেন।

দেখা হয়েছে: 549
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪