|

মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় স্কুল ছাত্র মৃত্যুর মুখে!

প্রকাশিতঃ ১০:৫৯ অপরাহ্ন | ডিসেম্বর ০৮, ২০১৮

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ

মাদারীপুরে সন্ত্রাসীদের কোপের আঘাতে দশম শ্রেণীর এক ছাত্র ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন মৃত্যুর মুখে পাঞ্জা লড়ছে ।

পৌর শহরের আমিরাবাদ এলাকার মুনসুর হেলাল ফারদীন নামের এক ছাত্রকে (৫ নভেম্বর) বাড়ির থেকে ডেকে এনে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার শাওন, শুভ ও সবুজ নামের তিন বখাটের উপর। এদিকে ভুক্তভোগীর পরিবার ঘটনার ৪দিন পরও মামলা করতে পারছেনা প্রভাবশালীদের ভয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, জেলা শহরের আমিরাবাদ এলাকার তিন বখাটের ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরন হয়ে ঢাকার আয়েশা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে মৃতুর সাথে পাঞ্জা লড়ছে, মনসুর হেলাল ফারদীন (১৪) নামের এক স্কুল ছাত্র। গুরুতর আহত ছাত্র আমিরাবাদ এলাকার জৈনিক আলি আকবর জমাদ্দারের ছেলে। অভিযোগ উঠেছে একই এলাকার শাওন, শুভ ও সবুজ নামের তিন বখাটেসহ আরও কয়েকজন ।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত স্কুল ছাত্রর অবস্থা আরও অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ঢাকায় রেফার করা হয় । তবে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেছে কিছু কতিপয় প্রভাবশালী ব্যাক্তিরা। পরিবারের দাবি আইনের মাধ্যমে একটি দৃষ্টান্তমূলক বিচার।

ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, ইউনাইটেট ইসলামীয়া সরকারী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শেনীর ছাত্র ফারদীনকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদেশ্য এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে এলাকার চিণ্হিত বখাটে শাওন, শুভ ও সবুজ নামের তিন সন্ত্রাসীসহ তার সহযোগীরা । গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি, তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আমার আহত ছেলের অবস্থা আরও অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তার ঢাকায় রেফার করে। আমার ছেলে মুমূর্ষু অবস্থায় এখন ঢাকার আয়শা মেমোরিয়াল মেডিকেল কলেজে হাসপাতালের (আই সি ইউ) তে ভর্তি আছে। চিকিৎসার ৪দিন পার হলেও আমার ছেলের এখনও জ্ঞান ফেরেনি। আপনারা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন । আমার ছেলেরে যেসব সন্ত্রাসীরা আহত করেছে তাদের দৃৃৃৃস্টান্তমুলক শাস্থি চাই।

এব্যাপারে মাদারীপুর জেলার পুলিশ সুপার শুব্রত কুমার হালদার জানান, আমি ঘটনাটি শুনেছি তবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আসামীদের ধরার অভিযান চলবে।

দেখা হয়েছে: 676
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪