|

মান অভিমান ভুলে উন্নয়নের স্বার্থে গৌরীপুরে নৌকাকে বিজয়ী করুন -নাজিম উদ্দিন আহমেদ

প্রকাশিতঃ ১১:৫৬ পূর্বাহ্ন | ডিসেম্বর ০৬, ২০১৮

আরিফ আহমেদ, গৌরীপুর, ময়মনসিংহ॥
ময়মনসিংহ জেলা আ.লীগের সহ-সভাপতি ময়মনসিংহ-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বলেন, নৌকা মানেই দেশের উন্নয়ন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের মাঝে সকল ভেদাভেদ ও মান অভিমান ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভুলে গিয়ে উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করুন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় মিরিকপুর মডেল হাইস্কুল মাঠে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যৌথ কর্মী সভায় তিনি এ কথাগুলো বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে মহাজোট মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ’কে বিজয়ী করতে এ কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বোকাইনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


বোকাইনগর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা আ.লীগের সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, সহ সভাপতি সত্যেন্দ্র দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মো. হাফিজ উদ্দিন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভি.পি আব্দুল আউয়াল, গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, বোকাইনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ, বিল্লাল হোসেন, আ.লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জিল্লুর রহমান প্রমুখ।

দেখা হয়েছে: 653
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪