|

মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত

প্রকাশিতঃ ৮:৪৩ অপরাহ্ন | এপ্রিল ১১, ২০১৮

মিসওয়াকের-গুরুত্ব-The importance of Miswak and the Virtue

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ
হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূলূল্লাহ্ (সাঃ) ইরশাদ করেন, যদি আমার উম্মতের উপর কঠিন হওয়ার আশঙ্কা
না হতো তাহলে আমি তাদের উপর প্রত্যেক নামাযের জন্যে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম।

قَالَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ্রالسِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ وَ مَرْضَاةٌ لِلرَّبِّ
নবী (সাঃ) বর্ণনা করেন – মিসওয়াক করা মুখের পবিত্রতার উপায় ও আল্লাহ্ তা‘আলার সন্তুষ্টির কারণ।

যে সকল সময়ে মিস্ওয়াক করা সুন্নাত ও মুস্তাহাবঃ

(১) মুখে দুর্গন্ধ হলে। (২) ঘুমানোর আগে ও ঘুম থেকে উঠে। (৩) নামাযের পূর্বে ও উযুর আগে। (৪) কুরআন ও হাদীস পাঠ করার পূর্বে। (৫) যিকির করার পূর্বে । (৬) খানায়ে কা‘বায় প্রবেশের পূর্বে। (৭) সফরে যাওয়ার পূর্বে ও সফর থেকে এসে। (৮) কোন মজলিসে বা মাহফিলে যাওয়ার আগে। (৯) বিশেষ কারো সাথে সাক্ষাত বা মিলিত হওয়ার আগে (১০) দরসে বা ক্লাসে বসার আগে। (১১) খাওয়ার আগে ও পরে (১২) ক্ষুর্ধাত বা পিপাসিত হলে (১৩) মৃত্যুর চিহৃ ফুটে উঠার পূর্বে। (১৪) যখনই সুযোগ হয় তখনই মিসওয়াক করা।

মিস্ওয়াকের ধরনঃ
(১) মিসওয়াক নিম, যাইতুন বা যে কোন তোতো গাছের ডাল হওয়া উত্তম। (২) মিসওয়াকের ডাল কাঁচা হওয়া বেশী ভাল। (৩) মিসওয়াক এক বিঘা পরিমাণ লম্বা হওয়া। (৪) মিসওয়াক কনিষ্ঠা আঙ্গুলের মতো মোটা হওয়া। (৫) মিসওয়াক নরম হওয়া। (৬) প্রয়োজনবসতঃ ব্রাশ এবং মাজন-পাউটার ইত্যাদি পবিত্র বস্তু হলে ব্যবহার করা যেতে পারে। (৭) কোন কিছু পাওয়া না গেলে হাতের আঙ্গুল দ্বারা মিস্ওয়াকের নিয়্যাত করে মিস্ওয়াক করলে সুন্নাতের সওয়াব লাভ হবে।

মিস্ওয়াক করার সুন্নাত তরীকাঃ
(১) মিসওয়াক করার পূর্রে মিসওয়াক ভিজিয়ে নেওয়া। (২) বিসমিল্লাহ বলে শুরু করা (৩) প্রথমে দাঁতের উপরের সারির ডান দিকে ঘষা তারপর বাম দিকে, এরপর নিচের ডান দিকে তারপর বাম দিকে। অতঃপর দাঁতের ভিতরের দিকে অনুরূপভাবে ঘষা। (৪) মিস্ওয়াক জিহ্বার উপরিভাগে ও তালুতেও ঘষা। (৫) কমপক্ষে তিনবার করে ঘষা এবং প্রতিবারই নতুন পানি দিয়ে ধুয়ে নেওয়া মুস্তাহাব। (৬) মিসওয়াক দাঁতের উপর চওড়াভাবে ও দাঁতের গোড়ার দিক থেকে আগার দিকে ঘষা। (৭) চলন্ত ও শোয়া অবস্থায় মিসওয়াক করা মাকরুহ। (৮) সিমওয়াক শেষ করার পর তা ভালভাবে ধুয়ে কোথাও খাড়া করে রাখা।

মিসওয়াক ধরার পদ্ধতিঃ
(১) মিসওয়াক ডান হাতে ধরা উত্তম। (২) কনিষ্ঠাঙ্গুলী নিচে, বৃদ্ধাঙ্গুলী অগ্রভাগে এবং বাকী আঙ্গুলগুলো উপরে স্থাপন করে মেসওয়াক করা উত্তম।

মিসওয়াকের বিশেষ কিছু ফায়দাঃ
(১) আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় । (২) নামাজের সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়। (৩) সচ্ছলতা ও ধন-সম্পদ বৃদ্ধি পায়।
(৪) মুখ ও গলা পরিস্কার থাকে। (৫) দাঁত ও মাঢ়ী মজবুত থাকে। (৬) হজম শক্তি বৃদ্ধি পায়। (৭) পাকস্থলী মজবুত হয়।
(৮) স্বরণ শক্তি ও বাক পটুতা বৃদ্ধি পায়। (৯) দৃষ্টি শক্তি বাড়ে।(১০) মৃত্যুর সময় কালিমা স্বরণে আসে ইত্যাদি।

দেখা হয়েছে: 1470
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪