|

মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে: মুক্তিযোদ্ধা মন্ত্রী

প্রকাশিতঃ ১:৫২ পূর্বাহ্ন | মে ১৩, ২০১৮

মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে মুক্তিযোদ্ধা মন্ত্রী

মস্তফা কামাল, কুষ্টিয়া প্রতিনিধিঃ

মুক্তিযোদ্ধা বিষায়ক মন্ত্রী আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ট সন্তান। কোটা পদ্ধাতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তানদের চাকুরী পাওয়ার নিশ্চয়তা ছিল। কোটা সংস্কারের দাবীর প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে। তবে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের সম্মানজনক পদে যাতে চাকুরী পায়, সে বিষয়টি নিয়ে ভাবছেন সরকার।

শনিবার (১২ মে) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম’র নামে ভেড়ামারা-প্রাগপুর সড়ক এবং ভেড়ামারা মহিলা কলেজের দ্বীতল ভবন নামকরন অনুষ্ঠানে এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মুক্তিযোদ্ধারা নিজের জীবনবাজি রেখে বাংলাদেশ কে শ্রেষ্ট উপহার দিয়ে গেছেন। তার এবং তাদের সন্তানদেরকেও সরকার মুল্যায়ন করতে চাই।

মুক্তিযোদ্ধা কোটা কিছুটা কমতে পারে মুক্তিযোদ্ধা মন্ত্রী

বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফের বড় ভাই।

আলোচনায় অংশনেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ রেজাউল হক চৌধুরী, ভেড়াামরা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, কুষ্টিয়া জেলা পরিষদ’র চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধারন সম্পাদক আজগর আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, সাধারন সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, রফিকুল ইসলাম চুনু, ধরমপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শাহাবুল আলম লালু, সোলেইমান চিশ্তি প্রমুখ।

দেখা হয়েছে: 531
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪