|

মুক্তিযোদ্ধা ময়না মিয়া আর নেই; রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিতঃ ৬:৫১ অপরাহ্ন | জুন ৩০, ২০১৮

মুক্তিযোদ্ধা ময়না মিয়া আর নেই; রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শাহীন আহমদ চৌধুরী, ওসমানীনগর (সিলেট)

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অন্যতম সদস্য ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃতি সন্তান প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়া সাহেব আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ২ টা ৪৮ মিনিটের সময় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন । মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর । তিনি ৫ কন্যা সন্তান ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

এদিকে ৩০ জুন (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটের সময় তাহার নিজ গ্রাম মোল্লাপাড়া শাহী ইদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে মোল্লা মোবারক (রা:)এর মাজার সংলগ্ন পঞ্চায়েতি কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় তাহার দাফন সম্পন্ন্ করা হয়েছে। রাষ্টীয় মর্যাদায় দাফনকালে গার্ড অব অনার প্রদান করেন ওসমানীনগর থানার এস আই মাহমুদ সাহেবের নেতৃত্বে এক দল পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিছুর রহমান ,বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদাল মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আফতাব আহমদ, ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান মানিক মিয়া, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদউল্যা, ওসমানীনগর উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, ওসমানীনগর উপজেলা আ:লীগের সাবেক সাধারন সম্পাদক আবদাল মিয়া, লেবু মিয়া,আব্দুল জলীল জিলু, গণদাবী পরিষদ ওসমানীনগর উপজেলা শাখা সভাপতি শেখ ফয়ছল আহমদ,সাধারন সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী সহ এলাকার সর্বস্তরের জনসাধারন।

মুক্তিযোদ্ধা ময়না মিয়ার দাফনকার্য সম্পাদনের জন্য সরকারের তহবিল থেকে ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান সাহেব নগদ ৫ হাজার টাকা মরহুমের একমাত্র ছেলে জাকির মিয়ার কাছে প্রদান করেছেন।

দেখা হয়েছে: 691
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪