|

মুজিববর্ষ উদযাপন ও ময়মনসিংহে তৎকালীন সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্নমিলনীতে প্রস্তুতি সভা

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ন | জানুয়ারী ১৪, ২০২০

মুজিবর্ষ উদযাপন ও ময়মনসিংহে তৎকালীন সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্নমিলনীতে প্রস্তুতি সভা

মো: কামাল, ময়মনসিংহঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের দু:সময়ে রাজপথ কাঁপানো ময়মনসিংহের সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্নমিলনী অনুষ্ঠান।

এ লক্ষ্যে গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে ছাত্রলীগ নেতাদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইতিহাস ঐতিহ্য ও গৌরবের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মুজিব আদর্শের কর্মী হয়ে তৎকালীন সময়ের দলের দু:সময়ে রাজপথে থাকা ত্যাগী ময়মনসিংহে জেলা ছাত্রলীগের তৎকালীন সময়ের ২০০১ থেকে ২০১০ইং সাল পর্যন্ত অন্তর্গত প্রতিটি উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন তৎকালীন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আহবায়ক ও সভাপতি মোঃ শরীফ হাসান অনু।

সভা সঞ্চালনা করেন তৎকালীন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন।

সভায় মুজিব বর্ষ ও পুনর্মিলনী উদযাপন ২০২০ এর উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ শরীফ হাসান অনু ও সদস্য সচিব মোঃ সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। এছাড়া সভায় ৭ সদস্য বিশিষ্ট করে রেজিস্ট্রেশন উপ-কমিটি,অর্থ উপ-কমিটি, খাদ্য উপ-কমিটি,প্রচার উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি,মঞ্চ উপ-কমিটি,আপ্যায়ন উপ-কমিটি,দাওয়াত পত্র বিলি উপ-কমিটি,প্রত্যয়ন পত্র উপ-কমিটি, সাংস্কৃতিক উপ-কমিটি,শৃঙ্খলা উপ-কমিটি, সাজসজ্জা উপ-কমিটি,উপহার উপ-কমিটি,উত্তরণ উপ-কমিটি সহ ১৪ টি উপ-কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মুজিবর্ষ উদযাপন ও ময়মনসিংহে তৎকালীন সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্নমিলনীতে প্রস্তুতি সভা

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আশরাফ হোসাইন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোঃ রাহাত খান,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আমোকসুর জি.এস মোতাহার হোসেন লিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি তাজ উদ্দিন আহম্মেদ রানা, পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি আরিফ হোসেন শান্ত, সাবেক সহ-সভাপতি শাহবাজ চৌধুরী পরাগ,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরাফ উদ্দিন বায়েজিদ, রেজাউল হক পান্না,লিটন চন্দ্র পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর সুমন,সাবেক প্রচার সম্পাদক সুকান্ত রায় নয়ন, সাবেক সম্পাদক মিনার হোসেন, রুমেল খান,হাবিবুল ইসলাম রাজিব, রাহাত পারভেজ আকন্দ রনি,প্রমুখ।

এছাড়াও জেলা কমিটির অধীনস্থ বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ম আহ্বায়ক বৃন্দের মাঝে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার,হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির মানিক,সাবেক সাধারণ সম্পাদক এম সাইফ জামান,ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হারুন ওর রশিদ, সাবেক আহবায়ক মহসিন শামীম, সাবেক সাধারণ সম্পাদক আশিক বিল্লাহ শামীম,ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক,নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল, সাধারণ সম্পাদক ফারুক,মুক্তাগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ ছবুর সবুজ, গৌরীপুর সরকারি কলেজের সাবেক জিএস ও সাধারণ সম্পাদক মাজহারুল হোসেন টুটুল, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বদরুল আলম প্রদীপ ও মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক নুরুল, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ, জাহাঙ্গীর প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

মুজিবর্ষ উদযাপন ও ময়মনসিংহে তৎকালীন সাবেক ছাত্রলীগ নেতাদের পুর্নমিলনীতে প্রস্তুতি সভা

দেখা হয়েছে: 1026
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪