|

মেধাবী হলে আদর্শ মানুষ হওয়া যায় :গণশিক্ষা মন্ত্রী

প্রকাশিতঃ ২:৩৬ পূর্বাহ্ন | মার্চ ০৩, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
মেধাবী হলে আদর্শ মানুষ হওয়া যায়। তাই মেধা দিয়ে শতভাগ শিশুকে আলোকিত করতে করা যায়। সরকার স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমিয়েছে। এখন খুব কম সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। ঝরে পড়ার হার কমায় দেশে শিক্ষিত মানুষের হার বাড়ছে।

শুক্রবার সকাল ১০টার সময় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহিনী উচ্চবিদ্যালয়ের ১৫০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথামক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,বছরের প্রথম দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়ার কারণে ঝরে পড়ার হার কমছে। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। তিনি বলেন, শিক্ষার শেষ নেই। ছোট একটি গাছ রোপণ করার পর কখন বড় হয়,গাছ সেটা জানতে পারে না। শিক্ষাও তেমন। শিক্ষা হচ্ছে মহাসাগর। শিক্ষিত জাতিই পারে একটি আদর্শ দেশ গড়তে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা। উপস্থিত ছিলেন, বীর প্রতীক আজাদ আলী, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান,দুদক কর্মকর্তা আহসান আলী, কর্নেল আলো, মেজর মিঠু, আমেরিকা প্রভাসি আজিবর রহমান পাতা, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল লতিফ, প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস।

দেখা হয়েছে: 436
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪