|

মে দিবস উপলক্ষে শ্রমিক ফ্রন্ট ও উদীচীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিতঃ ১০:৩৩ অপরাহ্ন | মে ০৩, ২০১৮

মে দিবস উপলক্ষে শ্রমিক ফ্রন্ট ও উদীচীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আরিফ আহমেদ, গৌরীপুরঃ
মহান মে দিবস উপলক্ষে- “কাজ, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করন” এর দাবীতে ময়মনসিংহ গৌরীপুর কলতাপাড়া বাজারে ১লা মে বিকাল ৩ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গৌরীপুর শাখার সহ-সভাপতি মো. সামছুদ্দিন বাবুর্চির সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি. ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি এডভোকেট কমরেড এমদাদুল হক মিল্লাত।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার কামাল রবিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুণ আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, বাসদ ও গৌরীপুর শাখার সমন্বয়ক আমিনুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন- উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি মো. শহীদুল্লাহ, গৌরীপুর শাখার সভাপতি আবুল ফজল মো. আজাদ হীরা, সহ-সভাপতি পলাশ মাজহার, সাংস্কৃতিক সম্পাদক আমীরুল মোমেনীন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, সদস্য শাশীমা খানম মীনা, গোপা দাস, চায়না রাণী সরকার প্রমুখ।

সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গৌরীপুর শাখার শিল্পীবৃন্দ গণসংগীত ও প্রখ্যাত বাউল শিল্পী রঙ্গের বাউল ফেরদৌস শ্রমিক অধিকারের বাউল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।

দেখা হয়েছে: 693
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪