|

নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি!

প্রকাশিতঃ ৪:১৫ অপরাহ্ন | জুন ০১, ২০১৯

নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি!

অনলাইন বার্তাঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম নির্বাচনে জয়ের পর শপথ অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এবার দ্বিতীয় দফায় শপথের দিনে মিলল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হুশিয়ারি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনছে ভারত। আর এই কারণেই যত রাগ যুক্তরাষ্ট্রের। এর আগে ২০১৪ সালে চীন এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে রাশিয়ার কাছ থেকে। ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মস্কোর কাছ থেকে দিল্লির এস-৪০০ কেনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা মানতে পারছি না।

এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ কারণে ভারত-মার্কিন সম্পর্কে ‘গুরুতর প্রভাব’ পড়বে।

গত বছর ৫ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সময় ৫০০ কোটি ডলার দিয়ে ওই প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে দুই পক্ষের চুক্তি স্বাক্ষর হয়।

দেখা হয়েছে: 391
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪