|

ময়মনসিংহের ১১ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১৯০ জন

প্রকাশিতঃ ৪:৪৩ অপরাহ্ন | নভেম্বর ১৪, ২০১৮

অনলাইন বার্তাঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় প্রতীক  নৌকা পেতে ১৯০ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছেন বলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্রে  জানা গেছে।

তবে জেলার ১১ টি আসনের মধ্যে সর্বাধিক ও সবচেয়ে বেশী মনোনয়ন কিনেছেন ভালুকা আসনে। এ আসনে ২৩টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের মনোনয়ন প্রত্যাশীরা। তার প্রায়  কাছাকাছি ২১ টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যাশীরা।

ময়মনসিংহ-১  হালুয়াঘাট-ধোবাউড়া দুটি উপজেলা নিয়ে গঠিত এ আসন। আসনটিতে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৬ জন। বর্তমান এমপি জুয়েল আরেং,ময়মনসিংহ জেলা আ.লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ খান, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, হালুয়াঘাট উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ধোবাউড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজনু মৃধা, জেলা আঃলীগের সহ সভাপতি এড. পিযুষ কান্তি সরকার, জেলা আ.লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ডা. চন্দন সরকার সহ আরও ৭ জন।

ময়মনসিংহ-২ (ফুলপুুর-তারাকান্দা) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৯ জন। বর্তমান এমপি শরিফ আহমেদ, সাবেক এমপি আয়াতুর রহমান খান, ব্যারিস্টার আবুল কালাম আজাদ, শাহ কুতুব চৌধুরী, ডা. সোহরাব উদ্দিন, ভিপি রাসেল, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিন সহ আরও ১২ জন।

ময়মনসিংহ-৩ (গৌরিপুর) নৌকার ঘাটি হিসাবে পরিচিত এ  আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৬ জন। বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ডা. মতিউর রহমান, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. আবুল কালাম মুহম্মদ আজাদ, অধ্যক্ষ রহুল আমিন, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, ময়মনসিংহ জেলা আ.লীগ নেতা একেএম আব্দুর রফিক,সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সপাদক  শরীফ হাসান অণু, ড. সামিউল আলম লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভি.পি বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য নাজনীন আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি সহ আরও ২ জন।

ময়মনসিংহ -৪ (সদর) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগ নেতা এড. মোয়াজ্জেম হোসেন বাবুল,এড. জহিরুল হক খোকা,স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ,এড. নুরুজ্জামান খোকন, আবু সাঈদ কায়সার দীপুসহ ১৬ জন। তবে তাদের মাঝে আসনটিতে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন স্বাচিপ নেতা ডাঃ এম এ আজিজ। গত নির্বাচনে আসনটি জোটের শরীক দলকে ছেড়ে দিলেও এবার আসনটিতে নৌকার প্রার্থী দেওয়ার জোড়ালো দাবী উঠেছে দলের তৃর্ণমুল ও সাধারন ভোটারদের মাঝে।

ময়মনসিংহ -৫ (মুক্তাগাছা) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৮ জন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৪ জন। বর্তমান এমপি আলহাজ্ব মোসলেম উদ্দিন, আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ন-সম্পাদক কেজি এম আমিনুল ইসলাম, এড. মফিজ উদ্দিন মন্ডল, জেলা আ.লীগের যুগ্ন-সম্পাদক এম এ কুদ্দুছ সহ আরও ৮ জন।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৭ জন। সাবেক এমপি এড. রেজা আলী, সাবেক এমপি আব্দুল মতিন সরকার, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি হাফেজ রুহুল আমীন মাদানী, কেন্দ্রীয় উপ কমিটির সদস্য নুরুল আলম মিলন পাঠান, পৌর মেয়র ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি এ বি এম আনিছুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সবুজ, মৎসজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানিক, সাবেক ব্যাংকার হাবিবুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব শরীফ তালুকদার, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন পারভেছ লিটন।

ময়মনসিংহ -৮(ঈশ্বরগঞ্জ) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১১ জন।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২১ জন । বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন, সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, এড. কবির উদ্দিন ভূইয়া, এড. আব্দুল হাই, সালাউদ্দিন হুমায়ুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চোধুরী স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান, সিরাজুল ইসলাম ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, জাহাঙ্গীর আলম, মো.শহীদুল্লাহ, জালাল উদ্দিন মাষ্টার, রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, এমদাদুল হক ভূইয়া, অধ্যক্ষ আতিকুর রহমান ভূইয়া, ড. এ আর খান, শাহজাহান কবীর সুমন, মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান খান, অধ্যক্ষ শামছুল বারী, মো. সঞ্জিব ইসলাম।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৯ জন। বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, প্রবীন নেতা আলাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পর।

-muktijoddharkantho.com

দেখা হয়েছে: 553
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪