|

ময়মনসিংহে ভিজিএফ চালের কার্ড নিতে গিয়ে নিহত ১, আহত ৮

প্রকাশিতঃ ৯:৪২ অপরাহ্ন | অগাস্ট ০৩, ২০১৯

ময়মনসিংহে ভিজিএফ চালের কার্ড নিতে গিয়ে নিহত ১, আহত ৮

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌর শহরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্থানীয় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ড বিতরনের সময় মানুষের চাপে পরে পদ-দলিত হয়ে হাফিজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছ।

এ সময় কার্ড সংগ্রহ করতে আসা সহস্রাধিক নারী-পুরুষের মধ্যে অন্তত আরও ৮ জন গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার ভিজিএফ চালের কার্ড বিতরন কালে এ ঘটনা ঘটে।

জানা যায়, আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে হতদরিদ্রদের ভিজিএফ চালের কার্ড বিতরনের কথা শুনে শনিবার সকাল থেকেই কলেজ মাঠে লোকজন জমায়েত হতে থাকে। এক পর্যায়ে মাঠের মধ্যে অতিরিক্ত লোকজন প্রবেশে প্রধান গেইট বন্ধ করে দেওয়া হয়।

পরে গেইটে হৈ চৈ পড়ে ধাক্কা ধাক্কী শুরু হয়ে গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশের সময় পদদলিত হয়ে দৈনিক সংবাদ পত্রিকার ফুলপুর প্রতিনিধি নুরুল আমীন সহ ৯ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে হাফিজ উদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধকে মমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বাকী আহতদের ফুলপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য পাটিয়েছে স্হানীয়রা। নিহত হাফিজ উদ্দিনের পৌরসভার আমুয়াকান্দা গ্রামের বাসিন্দ বলে জানা গেছ।

স্থানীয়রা জানান, ঈদুল আযহা উপলক্ষে অসহায় লোকদের জন্য বরাদ্দকৃত ৪ হাজার ৬ শত ২১ টি ভিজিএফ চালের কার্ড বিতরনের সময় ধাক্কা ধাক্কী শুরু হলে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। তখন দৌড়া দৌড়িতে হতাহতের ঘটনা ঘটে।

এবিষয়ে ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক জানান, তিনি রুমের ভিতরে বসে কার্ড বিতরন কাজে ব্যস্ত ছিলেন। বাহিরে কি হয়ে ছিল তা বলতে পারবনা। পরে খবর পেয়ে বের হয়ে এমন ঘটনা শুনতে পেয়েছি।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিজিএফ চালের কার্ড বিতরনে হয়তো কোন ত্রুটি ছিল, তাই এই ঘটনা ঘটেছে। বিষয়টি জরুরীভাবে খতিয়ে দেখে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

দেখা হয়েছে: 588
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪