|

ময়মনসিংহে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা

প্রকাশিতঃ ৮:২৫ অপরাহ্ন | মার্চ ০৫, ২০১৯

ময়মনসিংহে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা

মোঃ কামাল, ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জের সাধুপাড়া এলাকায় জমি বিরোধের জেরধরে বীর মুক্তিযোদ্ধা হজরত আলীর (৬৫) লাশ দাফনে বাঁধা দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এ ঘটনায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা ও মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলার কাশিগঞ্জ বাজারে মহাসড়ক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করা হয়। এরআগে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী আজ ভোর চারটায় মৃত্যু বরন করেন।

এবিষয়ে ঘটনাস্থলে থাকা বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলী জানান, বিকেল ৩ টায় জানাজা ও গার্ড অব অনার শেষে মৃত মুক্তিযোদ্ধার পারিবারি কবরস্থানে দাফন করার জন্য কবর খুরতে যাওয়া হয়। এসময় বাধা দেন স্থানীয় ব্লক সুপার ভাইজার আঃ গনি ওরফে ভিএস গনি। পরে বাধা পেয়ে মৃত হযরত আলীর স্বজন, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী তার লাশ নিয়ে ময়মনসিংহ– নেত্রকোনা সড়কে বেলা ৩ টায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে লাশ দাফন নিয়ে জটিলতার খবর পেয়ে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে পৌছে বিক্ষোব্ধ জনতাকে আশ্বাস দেন। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

সুরুজ আলী আরও জানান বিএস গনি দীর্ঘদিন ধরে হযরত আলীর জমি বেদখল করে রেখেছে। আদালতে দু’বার ডিগ্রি পেলেও হযরত আলী জমির দখল পাননি। কাশিগঞ্জ বাজারের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন মৃত হযরত।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন এসেছে। বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

দেখা হয়েছে: 553
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪