|

ময়মনসিংহে মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের প্রশিক্ষণ

প্রকাশিতঃ ১:১৪ অপরাহ্ন | মে ৩১, ২০১৮

ময়মনসিংহে মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের প্রশিক্ষণ

মোঃ কামাল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ( বিএফআরআই ) মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে দুই দিনব্যাপী শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) সকালে শহরতলীর দিগারকান্দা এলাকায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অথিতি, বিএফআরআই পরিচালক ড. মো: খলিলুর রহমান, গবেষক ড. মো: নুরুল্লাহ, দৈনিক জাহান সম্পাদক রেবেকা ইয়াসমিন প্রমুখ।

এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বাংলাদেশের নদী, খাল, এবং বিলের জলাশ্রয়ের মিঠা পানির বিভিন্ন প্রজাতির বিলিন হয়ে যাওয়া দেশীয় মাছের বর্তমান অবস্থা ও উন্নয়নে আগামীর সম্ভাবনা নিয়ে তাদের গবেষণালব্ধ প্রযুক্তি উপস্থাপন করেন।

এদিকে অনুষ্ঠান চলাকালে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গনমাধ্যমকর্মীরা মৎস্য প্রযুক্তি সম্প্রসারণে এ প্রশিক্ষণ নেন।

দেখা হয়েছে: 568
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪