|

যশোরের বেনাপোলে স্বর্ণ মানব আটক

প্রকাশিতঃ ৯:৪৪ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০১৮

যশোরের বেনাপোলে স্বর্ণ মানব আটক

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

ভারতে পাচার কালে বেনাপোল চেকপোস্ট থেকে শহিদুল্লা (৩০) নামে এক পাসপোর্ট যাত্রীকে ১২ পিছ (১ কেজি ২শ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।  বুধবার সকালে ওই যাত্রীর পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।আটক শহিদুল্লা কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আবতার উদ্দীনের ছেলে।

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারতে প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় প্রথমে তিনি শরীরে স্বর্ণবার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এসময় তার পায়ুপথ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার দর প্রায় ৬০ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রস্তুতি চলছে।

দেখা হয়েছে: 528
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪