|

যশোরের শার্শায় মালটা লেবু চাষ শুরু হয়েছে (ভিডিওসহ)

প্রকাশিতঃ ৯:৩৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ২০, ২০১৮

যশোরের শার্শায় মালটা লেবু চাষ শুরু হয়েছে

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল,যশোর:
যশোরের শার্শা উপজেলা উলাশী ইউনিয়নে শুরু হয়েছে মালটা লেবুর চাষ। দেশীয় বাজারে চাহিদা থাকার কারণে শার্শার তিন কৃষক লেবুর চাষ শুরু করেছে ও বিপুল পরিমান লেবু ধরেছে প্রতিটি গাছে। রিপোর্ট করেছেন মোঃ রাসেল ইসলাম ও ক্যামেরায় ছিলেন মোঃ সাদ্দাম।

শার্শা উপজেলা কৃষি অফিস থেকে মালটা লেবুর চারা সংগ্রহ করে শার্শার উলাশী ইউনিয়নের জামাল উদ্দিন পিকুল ২ বিঘা জমিতে ৯০টি চারা রোপন করেন। পরে তার ভাই পটুয়াখালী থেকে ২০০টি মালটা লেবুর চারা এনে রোপন করেন। এখন তাদের জমিতে মোট মালটা লেবুর গাছ রয়েছে ৩০০টি। প্রতিটি চারা ১৫০ টাকা দরে ক্রয় করে চাষ করেছেন তিনি। প্রথম বারের মত তাদের গাছে ফল আসে।

প্রতিটি গাছে ৪০ থেকে ৫০টি ফল ধরেছে। ১ বিঘা জমিতে মালটা চাষ করতে খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা এবং বিক্রি হবে ১ লাখ টাকার অধিক। এতে লাভ অধিক হওয়াতে স্থানীয় চাষীরা আগ্রহী হয়ে উঠছেন এ ফল চাষে। মালটা লেবু গাছ দেখতে সবুজ আকারে ৩/৪ ফুট পর্যন্ত লম্বা হয়। লাভবান হবো।

দেখা হয়েছে: 760
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪