|

যশোর-১ আসনে বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নির্বাচন প্রত্যাখান

প্রকাশিতঃ ১:৩৭ অপরাহ্ন | ডিসেম্বর ৩১, ২০১৮

শার্শা (যশোর) প্রতিনিধিঃ

যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি মফিকুল হাসান তৃপ্তি এ নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা প্রত্যাখান করেছেন। রবিবার বেলা আড়াইটার সময় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেন।

একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুনঃনির্বাচন দাবি করেন।

মফিকুল হাসান তৃপ্তি বলেন, গতরাতে এই নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ব্যাপক বোমাবাজির ঘটনার মধ্য দিয়ে নৌকার প্রার্থীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে।সকালে ভোটাররা ভোট কেন্দ্রে গেলে তাদেরকে জানিয়ে দেয়া হয় ভোট শেষ। আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নেই।

২-১ টি কেন্দ্রে জোর করে ভোটাররা প্রবেশ করতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেয়া হয়। বহু কেন্দ্রের পোলিং অফিসার ও প্রিজাইডিংঅফিসারদের জিম্মি করে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ারও অভিযোগ করেন বিএনপি প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাত থেকে ভোট কেন্দ্রের বাইরে প্রবেশ দ্বারে সশস্ত্র প্রহরা বসিয়ে বিএনপির কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়।

প্রতিবাদ করায় বহু কেন্দ্রে পুলিশের উপস্থিতিতে নৌকার কর্মী সমর্থকরা বিএনপির কর্মী সমর্থকদের মারপিট করে বলেও তৃপ্তি অভিযোগ করেন। ফলে যে নির্বাচনে সাধারণ জনগণের কোনো অংশগ্রহণ নেই। সেই নির্বাচন আমি প্রত্যাখান করছি।একই সঙ্গে এ আসনে নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুনঃনির্বাচন দাবি করছি।

দেখা হয়েছে: 589
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪