|

রমজানের শুরুতে চাঁদপুরে বাড়ছে নিত্যপণ্যের দাম: দিশেহারা ক্রেতারা

প্রকাশিতঃ ৭:৫৭ অপরাহ্ন | মে ১৭, ২০১৮

রমজানের শুরুতে চাঁদপুরে বাড়ছে নিত্যপণ্যের দাম দিশেহারা ক্রেতারা

মাসুদ হোসেন, চাঁদপুর:
পবিত্র মাহে রমজানের শুরুতেই চাঁদপুরে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। প্রতি বছরই রমজান শুরু হলেই বেড়ে যায় প্রতিটি পণ্যের দাম। জেলার প্রায় সবগুলো নিত্যপণ্যের চড়া দাম হওয়ায় বিপাকে পড়েছেন সাধারন মানুষ। সবচেয়ে বেশি উত্তাপ এখন সবজির বাজারে। অধিকাংশ সবজির দামই বাড়ছে অস্বাভাবিকভাবে।

সবজি কিনে খাওয়াও যেন সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মাছ সবজিসহ প্রায় প্রতিটি পণ্যের দাম এখন রীতিমত আগুন। হঠাৎ সবজির মূল্য বৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন ক্রেতারা। প্রথম রমজানে সেহরীতে একটু ভালো ভোজন করার উদ্দেশ্যে ক্রেতারা বাজার মুখী হলেও গতকাল বাজারে ঢুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে।

রমজান মাসে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেসব পণ্যের দাম হয়েছে আকাশচুম্বী। বিশেষ করে ছোলা, মসুর ডাল, বুট, বেসন, খেসারির ডাল, সয়াবিন তৈল, পেঁয়াজ, কাঁচা মরিচ, আলু, টমেটো, বেগুনসহ বিভিন্ন মাছের মূল্য বেশ ঊর্ধ্বমুখি। চাহিদার তুলনায় বাজারে পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দাম বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ক্রেতাদের অভিযোগ সরবরাহ বেশি থাকা সত্তেও বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা।

রমজানের শুরুতে চাঁদপুরে বাড়ছে নিত্যপণ্যের দাম দিশেহারা ক্রেতারা

বুধবার (১৬ মে) জেলার কয়েকটি ছোট বড় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। প্রতি কেজি ঢেঁড়স ৩০ টাকা, করলা প্রতি কেজি ৪০ টাকা, পটল ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৭০ টাকা, কাকরল ৭০ থেকে ৮০ টাকা, কই ৫০টাকা, কচুর লতি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা পিছ, কাঁচা মরিচ ৬০ টাকা, আলু ১৫ থেকে ২০ টাকা, শষা ৭০ থেকে ৮০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।

এদিকে নিত্যপণ্যের বাজারও ছিল নাগালের বাইরে। এদিন প্রতি কেজি পেঁয়াজ ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি ৫০০-৬০০ টাকা, মরগী প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম বাড়ার বিষয়ে খুচরা ব্যবসায়ী শংকর চন্দ্র ও মুন্না বলেন, পাইকারি বাজারে দাম বাড়ালে খুচরা বাজারেও দাম বেড়ে যায়। তাই সবজির দাম বাড়ানো বা কমানোর ক্ষমতা খুচরা ব্যবসায়ীদের হাতে থাকে না।

অন্যান্য খুচরা বিক্রেতারা দৈনিক আজকের কুমিল্লাকে জানান, আমাদের যে রকম ক্রয় সে রকম বিক্রয়। আমরা কেজি প্রতি ৪/৫ টাকা লাভের মাধ্যমে ক্রেতাদের কাছে বিক্রি করছি। তবে সামনে নিত্যপণ্যের দাম আরও বাড়ার সম্ভবনা আছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

দেখা হয়েছে: 513
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪