|

রাক্ষুসী পদ্মার পেটে যাওয়া ১০ জনের খোঁজ নেই ৩দিনেও শুধুই স্বজন‌দের আহাজারী

প্রকাশিতঃ ৫:১৮ অপরাহ্ন | অগাস্ট ০৯, ২০১৮

রাক্ষুসী পদ্মার পেটে যাওয়া ১০ জনের খোঁজ নেই ৩দিনেও শুধুই স্বজন‌দের আহাজারী

মোঃ মহসিন রেজা ,শরীয়তপুরঃ

জেলার নড়িয়া উপজেলায় মঙ্গলবার সাধুর বাজার লঞ্চ ঘাট পদ্মার ভাঙ্গনের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের ১০ জনের পরিচয় পাওয়া গেছে। ৩দিনেও খোঁজ মেলেনি কারোরই। এদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে নদীর পাড়ে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মা পাড়ের বাতাস।

ন‌ড়িয়া উপজেলা প্রশাসন ও স্থানীয়দের কাছ থে‌কে জানা যায়, নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে মঙ্গলবার বি‌কেল থেকেই ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ কর্মীরা।

নি‌খোঁজরা হ‌চ্ছেন নড়িয়া উপজেলার দ‌ক্ষিণ চাকধ গ্রা‌মের অন্তু মগদম (১৭), মোক্তারের চর গ্রামের আব্দুর রশিদ হাওলাদার (৩৬) ও বরিশাল নাজিরপুর বরইবুনিয়া গ্রামের আল আমিন (২৭) উত্তর কেদারপুর গ্রামের শাহজাহান বেপারী (৭০), মজিবুর রহমান ছৈয়াল (৪৫), গোপী বাছার (৫৫), কেদারপুর গ্রামের নাসির বয়াতী (১৮), মোশারফ চোকদার (৪৬), চাকধ গ্রামের নাসির হাওলাদার (৩৫), বাড়ইপাড়া গ্রা‌মের কামাল উদ্দিন ছৈয়াল (৬০) এ সময় আহত হন প্রায় ২০-২৫জন।

পদ্মার ভাঙ্গনে নিখোঁজ নাছির বয়াতীর মা নাজমা বেগম ছেলের শোকে শুধুই বিলাপ করছিলেন। তিনি বলেন, ছেলেটা কাঠ মিস্ত্রীর কাজ করতো। পেটের দায়ে নদীর পাড়ের ঘর ভাঙ্গার জন্য আসে, তারপর থে‌কে ছে‌লে‌কে খুঁ‌জে পা‌চ্ছি না।

নড়িয়া থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, নিখোঁজের তালিকা দীর্ঘ হয়েছে। স্বজনদের দাবি অনুযায়ী এখন ১০ জন নিখোঁজ রয়েছে। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ করতে পারছে না ডুবুরিরা। নৌকা-ট্রলার যোগে সন্ধান কাজ চলছে। আইনশৃংখলার কাজে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন বলেন, এখন পর্যন্ত নিখোঁজ ১০ জনের নাম পরিচয় পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা চলমান আছে। ভাঙ্গন এলাকা থেকে লোকজনকে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার বি‌কে‌লে হঠাৎ নড়িয়ার কেদারপুর ইউনিয়নের সাধুর বাজার এলাকার অনেক জায়গা ৩টি দোকান কয়েকটি ইজিবাইক স্থানীয় ব্যবসায়ী সহ প্রায় ৩৫ থে‌কে ৪০ জন মানুষ নিয়ে মুহূর্তেই নদীতে বিলীন হয়ে যায় পদ্মাপাড়।এর মধ্যে এখন পর্যন্ত ১০ জন নিখোঁজ হয়েছেন।

দেখা হয়েছে: 707
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪