|

রাজশাহীতে অধ্যক্ষ লাঞ্ছনাকারী মুল আসামীরা ধরা ছোয়ার বাহিরে

প্রকাশিতঃ ৮:৪০ অপরাহ্ন | নভেম্বর ১৪, ২০১৯

রাজশাহী থেকে প্রতিনিধি:
রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ফরিদ উদ্দিনকে টেনে হিঁচড়ে পুকুরে ফেলা মামলার এজাহারভুক্ত আট আসামির কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও অজ্ঞতনামার ১৩ জনকে গ্রেফতার করা হয়। তবে, মূল আসামিদের গ্রেফতার না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন অধ্যক্ষ ফরিদ উদ্দিন। অধ্যক্ষ ফরিদ উদ্দিন জানান,মুল আসামীরা ধরা পড়বে কিনা তাও জানি না ,যদি না ধরা পড়লে তারা আবার এসে জেকে বসতে পারে। এমন আশঙ্কা থেকে যায়। তবে, রাজশাহী মহানগর পলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলছেন, মোট ১৩ আসামিকে কয়েক দফায় গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে। উল্লেখ্য,(২ নভেম্বর) শনিবার দুপুর দেড়টার দিকে ইনস্টিটিউটের মসজিদ থেকে যোহরের নাম শেষ করে অফিসে ফেরার ফিরছিলেন অধ্যক্ষ ফরিদউদ্দিন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা ইনস্টিটিউটের অধ্যয়নরত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়। এবং সিসিটিভির ফুটেজে দেখা যায় এই ঘটনার নেতৃত্ব দেন রাজশাহী পলিটেকনিকের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম হোসেন সৌরভ। তার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কয়েকজন ছাত্র ছিলো। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে।

দেখা হয়েছে: 375
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪