|

রাজশাহীতে আষাঢ়ের প্রথম বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে

প্রকাশিতঃ ১০:১৯ অপরাহ্ন | জুন ১৭, ২০১৯

বর্ষাকাল শুরু হয়েছে দু’দিন আগেই। কিন্তু রাজশাহীতে আষাঢ়ের সেই বৃষ্টিপাত হয়নি। আর বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মানুষ ও প্রকৃতি। তাই বৃষ্টির অপেক্ষা করছিলেন সবাই। অবশেষে আষাঢ়ের তৃতীয় দিনে সোমবার প্রথম বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে কমেছে তাপমাত্রা। এতে স্বস্তি ফিরেছে জনমনে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতেই। যখন সারাদেশেই হালকা কিংবা ভারী বৃষ্টি শুরু হয়। তখনো রাজশাহী জেলাজুড়ে বৃষ্টির দেখা নেই। এবং গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। বৃষ্টির জন্য মানুষের মধ্যে পড়ে গিয়ে ছিল হাহাকার। সেই দীর্ঘ প্রত্যাশায় আশার প্রদীপ হয়ে দেখা দিলো স্বস্তির বৃষ্টি। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানান,সোমবার বিকাল ৩টা ৩৫ মিনিটে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। চলে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময় পর্যন্ত ৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেবল কুমার মৈত্র আরো বলেন, রাজশাহীতে বর্ষাকালের প্রথম বৃষ্টির পর আবহাওয়ার গুমোট ভাব দূর হয়েছে। প্রকৃতি কিছুটা শীতল হয়েছে। এতে জনমতে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।এখন পুরো বর্ষাকালজুড়েই নিয়মিত বৃষ্টিপাত হবে। এর ফলে ধীরে ধীরে কমে আসবে তাপমাত্রাও। এছাড়া সোমবার (১৭ জুন) দুপুর পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এর আগে গত ২৯ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন পর্যন্ত রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলেও উল্লেখ করেন রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম।#

দেখা হয়েছে: 536
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪