|

রাজশাহীতে এক মাসে ২২ নারী ও শিশু নির্যাতনের শিকার

প্রকাশিতঃ ৬:২৮ অপরাহ্ন | সেপ্টেম্বর ৩০, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহীর জেলাজুড়ে পুরো সেপ্টেম্বর মাসে ২২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৮টি নারী ও ১৪টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এক মাসে এসিডি’র নিজস্ব প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই জরীপ পরিচালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এর রিসার্চ ডকুমেন্টেশন এন্ড পাবলিকেশন ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে, রাজশাহী মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের আলোচিত ঘটনা গুলোর মধ্যে গত ৪ সেপ্টেম্বর ২০১৯ মোহনুপর উপজেলার দূর্গাপুর গ্রামে স্কুলছাত্রীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর একই উপজেলার মাটিকাটা গ্রামে প্রেমিকের বাড়িতে বিষপানে প্রেমিকার আত্মহত্যা, ৯ সেপ্টেম্বর পুঠিয়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, ১৬ সেপ্টেম্বর মোহনপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, একই দিন চারঘাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ১৮ সেপ্টেম্বর দূর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মহানগরীর উপশহর এলাকার ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ২৪ সেপ্টেম্বর নগরীর বিনোদপুর বাজার এলাকায় স্থানীয় বখাটেদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী শ্লীলতাহানির শিকার, ২৬ তারিখ নগরীর ধরমপুর এলাকায় রাবি শিক্ষকের বাসায় ওই শিক্ষকের ভাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ২৭ সেপ্টেম্বর জেলার পবা উপজেলায় প্রতিবন্ধি তরুণীকে ধর্ষণের অভিযোগ, ২৮ সেপ্টেম্বর স্ত্রীকে মারপিট,২৯ সেপ্টেম্বর নগরীর শাহ মখদুম থানার অদূরে শরীরে আগুন দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে,৮ নারী নির্যাতনের ঘটনার মধ্যে মহানগরীর থানা গুলোতে সংঘটিত হয়েছে ৫ টি এবং মহানগরীর বাইরের থানাসমূহে সংঘটিত হয়েছে ৩ টি নির্যাতনের ঘটনা। এরমধ্যে মোহনপুরে ১টি, পুঠিয়ায় ১টি এবং তানোরে ১টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে আত্মহত্যা ৪টি, ধর্ষণের চেষ্টা ১টি, যৌন হয়রানি ২ টি এবং অন্যান্য ঘটনা ঘটে ১টি। এছাড়া শিশু নির্যাতনের ঘটনা ঘটে ১৪ টি। এসব ঘটনার মধ্যে মহানগরীর থানা গুলোতে সংঘটিত হয়েছে ৩ টি এবং মহানগরীর বাইরের থানাসমূহে সংঘটিত হয়েছে ১১ টি নির্যাতনের ঘটনা। এর মধ্যে বাঘায় ২টি,বাগমারায় ১টি,মোহনপুরে ৩টি,পুঠিয়া ১টি,চারঘাট ১টি,পবায় ১টি এবং দূর্গাপুরে ২ টি শিশু নির্যাতনের শিকার হয় বলে জানাগেছে।

দেখা হয়েছে: 289
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪