|

রাজশাহীতে নেসকো কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ৮:৪২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১০, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী (পিচ রেট) কর্মচারীদের চাকরি স্থায়ী করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাহেব বাজার জিরোপয়েন্টে এসে মানববন্ধনে মিলিত হন তারা। এসময় মানববন্ধনে রাজশাহী ও রংপুর বিভাগের কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে জানানো হয় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে কর্মরত আছে অনেক কর্মচারী। এছাড়া দুই বিভাগের ৬০০ জনের উর্দ্ধে পিচরেট কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে হতাশায় দিন যাপন করছেন। এ বেতনে সংসার চালানো ও ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়া কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত থাকলেও তাদের স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাদের চাকরী স্থায়ী করণের জন্য তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খানসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন পদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 376
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪