|

রাজশাহীতে সাঈদীকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

প্রকাশিতঃ ৩:৫৯ অপরাহ্ন | জুলাই ২৫, ২০১৯

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতে হাজিরা দিতে আসা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে এক নজর দেখতে আদালত প্রাঙ্গনে ভিড় জমান উৎসুক জনতা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে সাঈদীকে প্রিজন ভ্যান যোগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হলেও এর আগে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ তাকে একনজর সাঈদীকে দেখার অপেক্ষায় উৎসুক জনতা ভিড় জমান। আদালতে প্রবেশের মূল ফটক থেকে শুরু করে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত পর্যন্ত মানুষের ব্যাপক ভিড় ছিলো। বেলা সোয়া ১১টার দিকে আদালতে প্রিজন ভ্যান থেকে নামার সময় হাত নাড়ছেন সাঈদী নিয়ে আসা হলে সাঈদী প্রিজন ভ্যানের উপর থেকে নামার সময় তিনি সবার উদ্দেশ্যে হাত তুলেন। পরে তাকে কয়েকজন পুলিশ সদস্য হুইল চেয়ার তুলে ধরে সাঈদেকে একটি ভবনের দোতলায় আদালতে নিয়ে যান। এ সময় তার দুই ছেলে ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাবির ছাত্রলীগ কর্মী হত্যা ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী,আলী আহসান মো. মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীসহ মোট ১১০ জনকে আসামি করা হয়। এরপর ২০১২ সালের জুলাই মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি মহানগর দায়রা ও জজ আদালতে চলছিল। এবং দেড় বছর আগে মামলাটি অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতে স্থানান্তর করা হয়।#

দেখা হয়েছে: 588
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪