|

রাজশাহীতে ১৩২ মন্ডপে জেলা পরিষদের অনুদান

প্রকাশিতঃ ৭:১৯ অপরাহ্ন | অক্টোবর ১১, ২০১৮

রাজশাহীতে ১৩২ মন্ডপে জেলা পরিষদের অনুদান

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর ১৩২টি পূজামন্ডপে আর্থিক অনুদান দিয়েছে জেলা পরিষদ। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার দপ্তরে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করেন।

হিন্দু ধর্মাবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই মন্ডপগুলোতে আর্থিক অনুদান দেয় জেলা পরিষদ। এবারও রাজশাহী মহানগরীসহ বিভিন্ন উপজেলার ১৩২টি পূজামন্ডপে ২ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ করা হয়।

আর্থিক অনুদানের এই চেক বিতরণের সময় জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, হিন্দু ধর্মাবলাম্বীদের উৎসবকে আনন্দঘন করে তুলতে জেলা পরিষদ মন্ডপে মন্ডপে আর্থিক অনুদান দিয়ে থাকে। এই টাকার পরিমাণ আগামীতে যেন বাড়ানো যায় সে ব্যাপারে তিনি চেষ্টা করবেন।

এসময় চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, হিসাবরক্ষক খন্দকার আবজালুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 554
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪