|

রাজারহাটে উপ-নির্বাচনে পিতা-পুত্রসহ ৭ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিতঃ ১০:১৭ অপরাহ্ন | জুন ৩০, ২০১৯

উপ-নির্বাচন

এ.এস.লিমন. রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাট উপজেলার ৪নং চাকিরপশার ইউপির চেয়ারম্যান পদের উপ নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ জুন রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে চেয়ারম্যান পদে পিতা-পুত্রসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজারহাট উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো.আব্দুস ছালাম মাষ্টার,  জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো.রতন মিয়া।

স্বতন্ত্র প্রার্থীরা হলেন-মো.জাকির হোসেন, মো.আল মিজান ইবনে মকবুল, আবুল কালাম আজাদ, এ্যাড. মো. শফিকুল ইসলাম ও মো.আসাদুজ্জামান টিটু। আগামী ২ জুলাই প্রার্থীদের মনোনয়ন পত্র যা”াই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই, ভোট গ্রহন ২৫ জুলাই। অত্র ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩০৩৫ জন, মোট ভোট কেন্দ্র ১৩টি।

ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন পিতা আবুল কালাম আজাদ ও পুত্র আসাদুজ্জামান টিটু, কেউ কাউকে নির্বাচনী মাঠে ছাড় দিতে নারাজ। পাশাপাশি  ওই পরিবার থেকে আরও ২ প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম মাষ্টার, মো. জাকির হোসেন।

উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠিত রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চাকিরপশার ইউপির চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন এবং চেয়ারম্যান পদটি শূন্য হয়।

দেখা হয়েছে: 640
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪