|

রাজারহাটে মানবজমিনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মিলনমেলা

প্রকাশিতঃ ৯:৩২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০২০

এ.এস.লিমন,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মানবজমিনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,আইনজীবি, শিক্ষক,ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদেরঅংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছিল।
১৬ ফেব্রুয়ারী রবিবার রাতে উপজেলা অফিসার্স ক্লাবে মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলামের আয়োজনে দৈনিক মানবজমিনের ২৩ বছরে পদার্পন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহা: যোবায়ের হোসেন।
পাঠকজমিন রাজারহাট শাখার আহবায়ক সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল চাঁদের সভাপতিত্বে এবং মানবজমিনের রাজারহাট উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইউএনওথর সহধর্মিনী মমতাজমহল, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আহসান হাবিব নীলু, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, রাজারহাট সরকারি এম.আই. কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, মানবজমিনের কুড়িগ্রামের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো.শাহআলম, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, এ্যাডঃ তৌহিদুল ইসলাম রাসেল, প্রেসক্লাব রাজারহাটের সহসভাপতি আলতাফ হোসেন সরকার, এম. আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, প্রচার সম্পাদক এ.এস লিমন, সদস্য মাহফুজার রহমান মনু, মো. জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান এইম রতন, তৌহিদুর রহমান, রুবেল আহম্মেদ, এনামুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আরেফিন ফেরদৌস বাবুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 উল্লেখ্য, মানবজমিনের ২২ বছরপূর্তি অনুষ্ঠানে ৭ পাউন্ডের কেক কাটা, আলোচনা সভা শেষে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দের সন্মানে নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি রাত ৯ ঘটিকা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত টানা ৩ ঘন্টা ধরে চলছিল।
দেখা হয়েছে: 362
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪