|

রাজারহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৮ ই ডিসেম্বর

প্রকাশিতঃ ১১:২০ অপরাহ্ন | ডিসেম্বর ০৩, ২০১৮

এ.এস.লিমন রাজারহাট, (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০১৯শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ই ডিসেম্বর সকাল ১০থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অভিভাবকদের পছন্দের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রবিবার (৩-১২-২০১৮ইং) রাত ১২ টা থেকে অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন অথবা SMS এর মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন।(১৩-১২-২০১৮ইং) দিবাগত রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফি ১৭০ টাকা এবং আবেদন ফরম জমা দেওয়ার সময় ৫-১২-২০১৮ইং হতে১৫-১২-২০১৮ ইং পর্যন্ত।

২০১৯ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিষয়সমূহ বাংলা(৩০ নম্বর) ইংরেজী(৩০নম্বর) ও গণিত (৪০নম্বর) মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। তবে নবম শ্রেণীর ভর্তির সিদ্ধান্ত জেএসসি/জেডিসি পরীক্ষার ফলাফলের ভিক্তিতে।

সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তির নীতিমালা অনুযায়ী,শিক্ষার্থীর বয়স পিইসি এবং জেএসসি বা জেডিসি সনদ অনুযায়ী ভর্তি করা হবে। সরকারি নীতিমালা অনুসারে সরকার কর্তৃক প্রযোজ্য সকল কোটা সংরক্ষিত থাকবে।
জানা গেছে, ওই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে আসন রয়েছে ৬০টি এবং অষ্টম শ্রেণীতে ৪ জন, নবম(বিজ্ঞান) শাখায় ৮জন এবং নবম (মানবিক) শাখায় ৭ জন ভর্তি নেয়া হবে এবার।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্কুলের নোটিশ বোর্ডে, ওই বিদ্যালয়ের ওয়েবসাইট www.rgghsk.edu.bd এবং www.rajharhat.kurigram. gov.bd পাওয়া যাবে বলে জানিয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান।

দেখা হয়েছে: 801
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪