|

রাফি হত্যার বিচার দাবীতে পটুয়াখালীতে নারী সংগঠনের মানববন্ধন

প্রকাশিতঃ ৭:৩২ অপরাহ্ন | এপ্রিল ১৯, ২০১৯

রাফি হত্যার বিচার দাবীতে পটুয়াখালীতে নারী সংগঠনের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ যৌন হয়রানির প্রতিবাদ করায় সোনাগাজীতে মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশ (দুর্বার) পটুয়াখালীর সদস্যরা।

১৮ এপ্রিল বৃহষ্পতিবার পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে নেটওয়ার্কের পটুয়াখালীর আদর্শ মানবসেবা সংস্থা, শুকতারা মহিলা উন্নয়ন সংস্থা ও জাগরনী মহিলা উন্নয়ন সংস্থা।

মানববন্ধনে বক্তব্য রাখেন শুকতারা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, আদর্শ মানবসেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর, জাগরনী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনুর রিজভী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিও পরিচালক এ.এইচ মুনসুর, এসডিএ এর নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন, পটুয়াখালী মহিলা উন্নয়ন সমিতির পরিচালক মোফাজ্জেল হোসেন প্রমুখ এনজিও ব্যক্তিত্ব ও সদস্যরা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে নুসরাত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। একই সঙ্গে যৌন নিপীড়ন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদরাসায় নারী নির্যাতনসহ সব ধরনের নিপীড়নের সাথে জড়িতদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড দাবি করেন বক্তারা।

দেখা হয়েছে: 469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪