|

রাবিতে প্রেম বঞ্চিত শিক্ষার্থীদের প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ

প্রকাশিতঃ ৬:২১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
কেউ পাবে তো কেউ পাবেনা, তা হবে না তা হবে না এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে প্রতিবাদী র‌্যালি ও সমাবেশ করেছে প্রেমবঞ্জিত বিশ^বিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে এ প্রতিবাদী র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় প্রেম বঞ্চিত সংঘের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় পরিবহন মার্কেট চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।এসময় ভালবাসা বঞ্চিত শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন কিছুু ছেলেরা একসাথে তিন থেকে চারটি প্রেম করছে। এভাবে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধোকা দিলেও তারা বুঝতে পারছে না। কিন্তু তাদের মতো অকৃত্রিম প্রেমের পায়গাম নিয়ে গেলে মেয়েরা সাথে সাথে প্রত্যাখান করে।পারিবারিক অসচ্ছলতার কারণে মোটরবাইক না থাকায় এবং মেয়েদের চাহিদামত অর্থ ব্যয় করতে সমর্থ না হওয়ায় আমাদের প্রেম হচ্ছে না। প্রেম মৌল-মানবিক চাহিদা। এখানে সবার সমান অধিকার হওয়া উচিৎ। এসময় প্রেম বঞ্চিত সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি মনির মণ্ডল বলেন, বাংলাদেশ প্রেম বঞ্চিত সংঘ আমরা কখনো প্রেমের বিরোধী নই। তবে ১৪ই ফেব্রুয়ারী প্রেমের নামে যে ভন্ডামি চলে তার প্রতিবাদ করছি। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। এক জন চার-পাঁচটা প্রেম করে আমরা সেটার প্রতিবাদ জানাই। এ ছাড়া আয়োজনের মধ্যে ছিল, কবিতা উৎসব,গণস্বাক্ষর কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্র-পথশিশুদের মাঝে খাবার বিতরণ।

দেখা হয়েছে: 292
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪